letter of Ministry


(এক)

০৬/০২/২০১৯ তারিখে মহামান্য হাইকোর্ট কর্তৃক দারুল ইহসান ট্রাষ্টের চূড়ান্ত রায় ঘোষণা হওয়ার পর ২০/০১/২০২০ তারিখে জয়েন্ট স্টক কম্পানিজ এন্ড ফার্মস হতে দারুল ইহসান ট্রাষ্টের হালনাগাদ সার্টিফাইড কপি গ্রহণের জন্য পত্র প্রেরণ করে।
(বিস্তারিত দেখুন)


(দুই)

০৬/০২/২০১৯ তারিখ মহামান্য হাইকোর্টের চূড়ান্ত রায়ের আলোকে একমাত্র বৈধ ঘোষিত নিবন্ধিত দারুল ইহসান ট্রাষ্ট ও বিশ্ববিদ্যালয় (সাভার গ্রুপ), পক্ষান্তরে ধানমণ্ডি গ্রুপ, আবুল হোসেন ও আকবর উদ্দিন গ্রুপের দারুল ইহসান ট্রাষ্ট ও বিশ্ববিদ্যালয় চূড়ান্তভাবে অবৈধ ঘোষিত হয়।
(বিস্তারিত দেখুন)


(তিন)

১৩/০৪/২০১৬ তারিখ মহামান্য হাইকোর্ট কর্তৃক দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সম্পর্কিত চূড়ান্ত রায় ঘোষণা করেন। মহামান্য হাইকোর্টের ১৩/০৪/২০১৬ তারিখ প্রদত্ত সুদীর্ঘ ১৩০ পাতার বিচারাদেশের ১১৫ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে যে, সনদের বিষয়ে নিয়োগ প্রদানকারী সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নিয়োগ/এম.পি.ও/বিল প্রদাণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ২৮/১২/২০১৬ তারিখ স্মারক নং ৩৭.০.০০০০.০৭৮.৩১.০০৪.১৪-৭৯০ পত্রের মাধ্যমে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মূল/স্থায়ী ক্যাম্পাসের ওয়েবসাইট www.diuedubdpc.com অনুমোদন দেওয়া হয়। মূল/স্থায়ী ক্যাম্পাস ও এর অধীনে ২৯ টি আউটার ক্যাম্পাস হতে পাশক্রীত সকল শিক্ষার্থীদের সনদপত্র গ্রহণ করে নিয়োগ/এম.পি.ও/বিল প্রদাণের বিষয়ে মাউশিকে নির্দেশ দেওয়া হয়।
(বিস্তারিত দেখুন)


(চার)

১১/০৪/২০১৬ তারিখ স্মারক নং ৩৭.০.০০০০.০৭৮.৩১.০০৪.১৪-২২১ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সম্পর্কিত তথ্য/মতামত বিভিন্ন দফতরে প্রেরণ করা হয়। উক্ত পত্রে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মূল/স্থায়ী ক্যাম্পাস গনকবাড়ী, আশুলিয়া, সাভার, ঢাকা এবং ২৯ টি আউটার ক্যাম্পাস হতে পাশক্রীত সকল শিক্ষার্থীদের সনদপত্রের বৈধতার বিষয় উল্লেখ করা হয়।
(বিস্তারিত দেখুন)


(পাঁচ)

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অবৈধ ক্যাম্পাস বন্ধ ঘোষণা হওয়ার পর ইউজিসি ২৮/০১/২০১৬ তারিখে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে।
(বিস্তারিত দেখুন)


(ছয়)

০৪/০২/২০১৫ তারিখ স্মারক নং ৩৭.০০.০০০০.০৭৮.৩১.০০৪.১৪-৭৪(২)/৩ পত্রে উল্লিখিত ২৯ টি আউটার ক্যাম্পাস দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের মূল/স্থায়ী ক্যাম্পাসের অধীনে ও মহামান্য হাইকোর্টের আদেশে পরিচালিত হয়। এই ২৯ টি আউটার ক্যাম্পাসের বাইরে অবৈধ ৩ টি গ্রুপ অর্থাৎ ধানমণ্ডি গ্রুপ, উত্তরা আবুল হোসেন ও মিরপুর আকবর উদ্দিন গ্রুপ কর্তৃক অবৈধভাবে পরিচালিত অননুমোদিত ১০৬ টি ক্যাম্পাস চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দেয়া হয়)
(বিস্তারিত দেখুন)